About Us

বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বঙ্গ সাহিত্য.com কে সামনে রেখে আমরা একটি পত্রিকা প্রকাশ করে থাকি , যার নাম "পাণ্ডুলিপি"। সেই "পাণ্ডুলিপি" কে আমরা নিয়ে এসেছি Online Magazine রূপে, যার নাম দেওয়া হয়েছে "পাণ্ডুলিপি (Online Magazine)।  আমদের পত্রিকা এবং Online Magazine এ আমরা চেষ্টা করেছি প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি নতুন লেখকদের লেখা প্রকাশ করার। আশা করবো পরবর্তী সময়ে এই দুটি "পান্ডুলিপি" নতুন লেখকদের একটা মঞ্চ হয়ে উঠবে। এই প্রচেষ্টায় ফলে যদি কোন লেখকের সামান্য উপকার হয়, তাহলে আমাদের চেষ্টা সার্থক হবে।

আপনারাও আমাদের এই আমদের পত্রিকা এবং Online Magazine এ লেখা পাঠাতে পারেন email এর সাহায্যে। 


বঙ্গসাহিত্য.com সম্বন্ধে আরও জানতে Click করুন....

No comments:

Post a Comment

প্রতিবাদ ১

প্রতিবাদ ১ মিষ্টিভাষি টিভি তে দেখে শিখেছিলাম ,  শিশুশ্রমিক রাখা একটা অপরাধ। সেই কারনে কোন এক মফস্বল এলাকায় একটা শিশুকে চা দোকান...